এক মুহুর্তের আলাপে
সময় থাকে খানিকটা ছিঁড়ে আনা টুকরোর মতো
কে জানে কোথায় উড়ে যায় তারা
এক মূহুর্তের আলাপে থাকে কিছু অবিন্যস্ত বাক্যের গরিমা
কী হবে জেনে তাতে কী শব্দ থাকে
সে তো শুধু দূরত্বের ধ্বজা
যার কোনো দেহ নেই না আছে কোনো আকার
এই একমুহুর্ত আলাপ গুলো অনেক সময় বহুদূর গড়ায়
বিভ্রান্ত হয় হৃদয়ের অন্তরে অচিন পুরের রাস্তা
গায়ে লেগে থাকে শুধু সূর্যাস্তের কাছে ধার করা কিছু আলো