গুণে এবং রূপে মা লক্ষ্মী বললেও কম হবে। তরুণ প্রজন্ম বিশেষত্ব বাঙালির কাছে তিনি “ক্রাশ”। কিছুদিন আগে পর্যন্ত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক লেখালিখি হয়েছে, কিন্তু তিনি তাঁর সব জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে নিজে মানসিক দিক থেকে ভালো থাকতে পারলে আর কিছুরই দরকার পড়ে না। হ্যাঁ, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় ঋতাভরী “বং ক্রাশ” চক্রবর্তী।
তাঁর কথায়, “তোমাদের সব রকম মনোকষ্টে, হতাশায়, মনের জোর হারানো একাকীত্বের সুরাহা করতে চাই। কথা বলো মনোবিদ ও বিশেষজ্ঞদের সাথে। কোন খরচ দিতে হবে না। তার জন্য আমি আছি, আমার বন্ধু রাহুল দাশগুপ্ত আর ‘সহায়তা’ আছে।”
জীবনে যেটা সব থেকে বেশি দরকার, সেটা হল মানসিক সুখ। নাম, যশ, খ্যাতি, অর্থ দিয়ে অস্থায়ী ভাবে ভালো থাকা যায় কিন্তু চিরকাল সেটা সম্ভব নয়।
যারা যারা এই পরিষেবা পেতে চান তারা যোগাযোগ করতে পারেন টোল ফ্রী নম্বরে 18002039865
আশা রাখি তাঁর এই অভিনব উদ্যোগ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবে। আর আমরাও চাই যাতে আরও মানুষ এগিয়ে আসুক।