আত্মহনন

শুনছো বেলা
কবিতাটা ঠিক আসে না,
তবু দু-চার লাইন খুঁজে তোমার জন্যে
পাগল আমি, হয়েছি হন্যে ৷
তাজমহল গড়তে অসমর্থ
উপঢৌকন অসাধ্য,
তবে অটবি বক্ষে
কপোত সঙ্গী তুমি কপোতী,
অন্তরীক্ষে অম্বুদ সিন্ধুতে ঊর্মি
নিশীথে প্রজ্বলিকা মোর অন্তর্যামী ৷
প্রেম নাও স্রোতস্বিনীর লহরীতলে,
স্মৃতি পঞ্জিকায় অধ্যায়কূল অমাবস্যার কবলে ৷
তাই শ্রান্ত, ক্লান্ত, বিদ্ধস্ত গাত্রে,
আজও চিনচিনে ব্যথা বক্ষপিঞ্জরে ৷
আকন্ঠ বিষ নীল রঙে
গলাদ্ধকরণ তোমা স্মরণে ৷৷

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *