‘গেম অফ থ্রোন্স’ বিশ্বের অন্যতম সফল টেলিভিশন সিরিজ । আর এ নিয়ে জল্পনা কল্পনারও শেষ নেই ।এখন লাস্ট সিজন টেলিকাস্ট করা হচ্ছে , HBO তে , প্রতি সপ্তাহে রবিবার । আর উনিভার্সাল টেলিকাস্ট হিসেবে, ভারতে তা ভোর ,সোমবার ।
এই দেশে অনেকেই এমন আছে যারা দেশীয় টিভি সিরিয়াল থেকে কিছুটা বিরক্ত হয়ে , ইংরেজি টিভি শো-গুলোকে আপন করে নিয়েছে । এমনই একটি শো ‘গেম অফ থ্রোন্স’ । যারা এই শো এর ফ্যান তাদের নিয়ে আর বেশি কথা নাই বা বললাম । বন্ধুমহলে , তাদের অন্যতম চর্চার বিষয় এটাই । আর আমার এই প্রবন্ধ কিছুটা তাদের জন্যই । আর যারা এখনো দেখেন নি , হাতে বেশি সময় থাকলে, দেখতে পারেন । না দেখলে আপনার কোনো ক্ষতি হবে না । তবে শো-টি দেখলেও খারাপ লাগবে না , যদি না আপনি বাংলা সিরিয়ালের ফ্যান হন ।
গেম অফ থ্রোন্স-এ ইতিমধ্যেই লাস্ট সিজনের 5 টি এপিসোড টেলিকাস্ট হয়ে গেছে । এখন শুধু লাস্ট এপিসোড এর অপেক্ষা । যারা এতবছর ধরে এই শো-কে নিজের মূল্যবান সময় দিয়েছে , তাদের মনেও এখন অনেক ধোঁয়াশা । কারণ 5 নম্বর এপিসোড ‘ The bells ‘ -এ ডেনেরইস তার ড্রাগনের দ্বারা কিংস ল্যান্ডিং-কে এক জ্বলন্ত চিতায় পরিণত করেছে । আর তাতে থাকা ভালো বাসিন্দাদের কোনো নিস্তার নেই । কিন্তু এই ঘটনা কতটা সমর্থনযোগ্য , তা নিয়ে প্রশ্ন উঠেছে ফ্যানমহলে । অনেকেই আশা করে বসে আছে যে এবার সমস্ত রহস্যের অবসান হবে । কিন্তু ,একটা কিন্তু এখনও থেকেই যাচ্ছে ।
জানা গিয়েছে ‘খালিসি’ র নামে নিজের সদ্যজাত মেয়ের নামকরণ করে আত্মগ্লানীতে ভুগছেন ওই মহিলা ।
কিছু লিকড সোর্স থেকে অনেক তথ্যেই উঠে আসছে , কিন্তু তার সত্যতা কতটা , সেটা ভেবে , কর্ণগোচর না করায় উচিত ।
তবে ,কিছু প্রশ্নগুলো এখনো উত্তর চায় –
1. ডেনেরইস কি ভেবে এই উগ্র পদক্ষেপ নিলো ?
2. এখন তার প্রতিদ্বন্দ্বী কে ? জন স্নো ?
3. আরিয়া কি ডেনেরইস এর মুখোমুখি হবে ?
4. ব্রান কি এই ঘটনা জানত ?
5. ড্যানি বলেছিল একটা অপেক্ষাকৃত ভালো বিশ্ব সৃষ্টি করবে । কিন্তু এটা কি আশানুরূপ ?
অনেকেরই অনেক প্রেডিক্শোন আছে । যুক্তি সম্মত হলে অবশ্যই জানান ।