॥ মন খারাপের চিঠি ॥
প্রিয় সখা,
আজকাল আর তোমার ডাক তেমন টানেনা আমায়,
বরং একরাশ বিরক্তি আর খারাপ লাগা জড়ো হয়।
এজন্য আমায় খারাপ ভাবতে পারো বইকি!
তবে সেই রোজকার মন কেমনের দিনগুলো ভুলি কি করে বলোতো?
মন প্রাণ সব দিতে চেয়েও অবহেলিত হয়েছি বারংবার,
তোমার সকল দায়সারা অজুহাত মানতে বাধ্য হয়েছি।
ইচ্ছের চারাগুলোকে অবাধে বাড়তে দিইনি আর,
মনের জমা কথাগুলো বলতে গিয়েও ইতস্ততঃ করেছি;
তোমার করা সামান্য আদরের মুহুর্ত যত্নে পালিশ করেছি;
ভালোবেসেছিলাম বলে তোমার বলা,না বলা সব কথাই ভালোবাসা বলে মেনেছি।
তাই চোখের কোণে নীরবে জমতে থাকা কান্নাগুলোও একসময় বিদ্রোহ করেছে।
সবটা কি করে অবলীলায় ভুলি বলো?
ভালোবাসার দায় পূরণে তাই আজ ব্যর্থ আমি।
বুকে আগলে রাখা কষ্টগুলো ভেঙে চিৎকার করে বলতে পারি…
হ্যাঁ,আমি আর ভালোবাসিনা তোমায়;
তোমার ভালোবাসার কাঙাল নই আমি।
বাসিনা ভালো তোমার কোন স্মৃতিকে॥
ইতি,
কোন এক পূর্বপরিচিতা
মন খারাপের চিঠি
Facebook Comments Box