“তোমার মনের ভিতর যাই” এই গানটি নিয়ে আট থেকে আশি সকলের উত্তেজনা কিছু কম ছিলো না।
ভিঞ্চি দা ছবিটি মুক্তি পাওয়ার আগেই ছবির ট্রেলারে এই গানটি দু এক লাইন শুনে গায়কের প্রেমে পড়েছেন হাজার হাজার শ্রোতা।
অবশেষে পাওয়া যায় এই গানের সম্পূর্ন ভিডিওটি। ইতিমধ্যে ইউটিউবে কয়েক লক্ষ মানুষ এই গানটি শুনে ফেলেছেন। এটিকে Instant hit বলা যেতেই পারে।
“তোমার মনের ভিতর যাই” -এর সাফল্যে খুশি সবাই।
এবছরই 12ই এপ্রিল মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জ্জীর পরিচালনায় ভিঞ্চি দা ছবিটি।
সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায় । তারই লেখা এই গানটি। ছবিতে গানটি গেয়েছেন জি বাংলা সারেগামাপা এর একজন অত্যন্ত জনপ্রিয় মুখ নোবেল।
“তোমার মনের ভিতর যাই” তার প্রথম প্লে ব্যাক।
ছবিটির থ্রীলের সাথে নোবেলের গলায় এই গান অদ্ভুত ভাবে মিলে গেছে ছবির চরিত্রের সাথেও।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ,সোহিনী ,রিদ্ধি এবং ঋত্বিক।
অনুপম রায়কে এই গানটি এর সাফল্যের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উনি বলেন সৃজিত মুখার্জ্জী এই গানের জন্য নতুন কাউকে খুঁজছিলেন । গানটির সিকোয়েন্স, কথা ও সুর সব দেখে অনুপম রায়ের নোবেলের কথায় মনে হয় ।
তবে নোবেল যে কথা রেখেছে তা বলাই বাহুল্য। প্রথম প্লে ব্যাক সকলের “মনের ভিতর” জায়গা করে নিলো এই বাংলাদেশী তরুণ ।