দেখতে দেখতে বিশ পেরিয়ে একুশে এসে পড়লাম… আবার সেই মার্চ মাস , মনে করতে না চাইলে মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা।
লকডাউন, কোরনা পরিস্থিতির মোকাবেলা, কিভাবে সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, মাক্স, স্যানিটাইজার ব্যবহার করুন, শারিরীক দুরত্ব বজায় রাখুন বাড়িতে থাকুন…।।
বাড়িতে থাকতে থাকতেই কেটে গেছিলো বেশ কিছু মাস, এমন অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যা কখনো ভোলার নয়…তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠার চেষ্টা তবু আমাদের প্রত্যেকের জীবনটা ২০২০ এর পর বেশ অনেকখানি পরিবর্তন হয়ে গেছে অনেক দিক থেকে।
তবু জীবনের গতি কখনো থেমে থাকেনা চলতে হয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে।
তাই লড়াই ছিল ,লড়াই আছে, লড়াই থাকবে…শুধু থামলে চলবে না, এগিয়ে যেতে হবে সাহস নিয়ে।