“নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে”

প্রিয় মন,

নিজের ওপর ভরসা রাখাটা খুব জরুরি। নিজের প্রতি ভরসা না রাখতে না পারলে সবকিছুই কেমন নড়বড়ে হয়ে যায়। শিকড় টা শক্ত না হলে যেমন গাছ হেলে পড়ে, নুইয়ে যায়, ঠিক তেমনই নিজের ভিত শক্ত না রাখলে বাকি অংশটুকু দুর্বল হয়ে পড়ে।

অন্যের সমালোচনায় নিজের সামর্থ্য কে ছোটো ভাবা সবথেকে বড় ভুল। লোকের কথায় কান না দিয়ে নিজের কাজটা করে যেতে হবে। নিজের ওপর বিশ্বাস হারানো পাপ।

“নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে…”

ইতি~ সহযাত্রী

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *