সাধারণ একটা প্রেমের গল্প

হোক না একটা সাধারণ গল্প,
একদম সাধারণ একটা প্রেমের গল্প..

যেখানে প্রেমিক রাজকুমার বেশে রাজকন্যাকে
ঘোড়ায় চড়িয়ে নিয়ে যায় না,
প্রেমিকাকে আরম্বরে মুড়ে রাখে না,
রূপে মুগ্ধ হয়ে চাঁদের সাথে তুলনাও করে না।

যেখানে প্রেমিক রোজ চাপাচাপি করে
ভীড় বাসে চড়ে অফিস ছোটে,
প্রেমিকা নিজের স্বপ্নকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে
নিত্য ছুটে বেরায় ব্যস্ত দুনিয়ায়।

তারা আরম্বরে মোড়া ক্যান্ডেললাইট ডিনার নয়
মান্থ এন্ডে কুড়ি টাকার ফুচকায় সুখ খোঁজে।

যেখানে দিনের শেষে কথা হয় মুঠোফোনে,
সারারাত জুরে শরীর ছোঁয়ানো
হোয়াসঅ্যাপ চ্যাট নয়,
যেখানে সারাদিন দুজনের অক্লান্ত পরিশ্রমের পর
শান্ত গলায় একটু ভাল থাকার আশ্বাস,
ভাল রাখার আশ্বাস থাকে।
তাড়াতাড়ি ঘুমতে যাওয়ার মিষ্টি বকুনি থাকে।

ফ্যান্টাসির মেকি পর্দা সরিয়ে
হোক না এমন একটা সাধারণ প্রেমের গল্প।

যেখানে ভালবাসা জাহির করার বালাই নেই,
ঘন ঘন ওই শব্দটার ব্যবহার না করেও
যেখানে দুজনে ভালবাসায় জড়িয়ে থাকে।

হতেই পারে এসব বড্ড ক্লীশে, বড্ড বোরিং
আর এই জাঁকজমকের যুগে বেমানানও বটে।

 

তবুও, শহরতলির ছাপোষা দুটো মানুষের ভাঙাগড়ার গল্প…
শুনতে ইচ্ছা করে না?

খুঁজে দেখুন একবার…
আমাদের আশেপাশেরই একটা সাধারণ প্রেম,
তবে ওই সাধারণেই তো অ-সাধারণত্ব আছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *