ভাষা ও ভালোবাসার মিলন স্থল— বই মেলা

বইমেলা আজো মুখচোরা বাঙালির কাছে ধূলো জমা এক আবেগ,
যেথায় ক্ষনিকের জন্যেই হয়তো পাল্টে যায় অর্থহীন জীবনের চেনা গতিবেগ।
বই মেলা মানে চারিদিকে নুতন বইয়ের নুতন নতুন গন্ধ,
এ বলে আমি ভালো, তো ও বলে আমি ভালো- এ নিয়ে শুরু হয় নতুন এক দ্বন্দ্ব।

বই মেলায় গল্পের বই এর সাথেই থাকে শত শত পাঠ্যবই,
নুতন পুরাতন সব মিলিয়েই এ যেন মনের মতন এক সই।
এ বই নয়,সেই বই নয়, সারা মেলায় হন্যে হয়ে ঘুরি,
অবশেষে ডজন খানেক বই নিয়ে ভুরি ভোজ সেরে ঘরে ফিরি।
কত শত শিল্পী মানুষের চলে সেথায় আনাগোনা,
প্রিয় লেখক লেখিকার তরে বইপোকারা মেলে তার ডানা।
বই মেলাতেই কোনো এক বই পাগল খুঁজে পায় তার হারিয়ে যাওয়া আনন্দ,
বই মেলায় মিশে থাকে সহস্র বাঙালির ভাব ও ভালোবাসার ছন্দ,
বই মেলায় এবার বিঁধেছে করোনার কাঁটা,
সবার আনন্দের জোয়ারে পড়েছে তাই ভাঁটা।
ফিরে আসুক বইমেলার সেই চেনা ভীড় আর কোলাহল,
ভরে উঠুক মেলা প্রাঙ্গন আবার, বই বিক্রেতা কাকুর চিৎকার চেঁচামেচি আর হৈ হট্টগোল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *