এবারের আইপিএলের শুরুটা দারুণ হলেও একের পর এক হেরে আইপিএল থেকে ছিটকে গেল কেকেআর !
প্রথমদিকে পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচেই জিতেছিল কেকেআর। পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে ছিল শহরের টিম।
কিন্তু পরপর ছয় ম্যাচ হেরে কেকেআর এখন পয়েন্ট টেবিলে ছয় নম্বরে। এবারের মতো আইপিএল থেকে প্রায় বিদায় নিতে হলো দীনেশ কার্তিকদের।
সান রাইজার্সের ম্যাচের আগে নাইটদের মনে সাহস জোগাতে এসেছিলেন শাহরুখ খান।
এবারের আইপিএলে নিজের স্বপ্নের ফর্মে আছেন জামাইকান ক্রিকেটার রাসেল। ‘রাসেলের জন্য দলকে জিততে হবে’ এভাবে দলকে উজ্জীবিত করেছিলেন কিং খান।
কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে ওপরের দিকের ব্যাটিং লাইন আপের ধস, ক্যাচ মিস, ক্যাপ্টের ভুল সিদ্ধান্ত এবং টিম সিলেকশনের ভুল ভ্রান্তিতে সহজেই ম্যাচ হাতছাড়া করে কেকেআর।
কেকেআর টিমের এমন বেহাল অবস্থায় নাইটদের উজ্জীবিত করতে এগিয়ে এসেছিলেন দলের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর।
দলের এমন হারে ভেঙে পড়েছেন তিনি। তিনি বলেছেন এভাবের পরপর হার দেখা সত্যিই খুব দুঃখ জনক।
নিজেদের ওপর ভরসা রেখে তিনি টিমকে জেতার সাহস জোগিয়েছেন। দলের সঙ্গে যোগাযোগ না থাকা সত্ত্বেও পুরোনো দলের এমতাবস্থায় পাশে দাঁড়িয়েছেন তিনি।
শেষ ম্যাচে দীনেশ কার্তিকের ক্যাপ্টেনস্ নকের ওপর ভর করে রাজস্থান রয়্যালস এর সামনে ১৭৫ রানের টার্গেট খাড়া করেও শেষ ওভারে গিয়ে ম্যাচ হেরে যায়।
প্রথমদিকে ভালো বোলিং করে প্রায় পকেটে ম্যাচ পুরে নিয়েছিল নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত সুযোগ হাতছাড়া করে তারা।
আইপিলের শেষের দিকে পৌঁছে নাইটদের হাতে রয়েছে আর মাত্র তিনটি ম্যাচ।
তারপর, এবারের মতো আইপিএল জার্নি শেষ। প্রথমদিকের পারফরম্যান্স দেখে মনে হয়নি এভাবে বিদায় নিতে হবে নাইটদের।
নাইটদের হারানোর মতো আর কিছুই নেই। বাকি শুধুই তিনটে ম্যাচ। তবে কি গর্জে উঠুক নাইট বাহিনী? শেষ তিন ম্যাচে জেতার হ্যাটট্রিক করতে পারবে তারা? অপেক্ষা শুধু তিন ম্যাচ।
পরবর্তী তিন ম্যাচের মধ্যে কেকেআর দুটি খেলবে মুম্বই এর বিরুদ্ধে এবং একটি ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে।