কবি প্রসঙ্গ

কবি ও কবিতা প্রসঙ্গে বলতে গেলে হয়তো সময়ে কুলোবে না।

এখনকার কবি প্রসঙ্গে আসতে গেলে অনেক কথাই বলতে হয়। সোশ‍্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে কবির সংখ‍্যা ক্রমবর্ধমান।

“এখনকার ছেলেমেয়ে পড়ে কম, লেখে বেশি। যতসব অল্প বয়সের সো কলড্ প্রেমে ছ‍্যাঁকা খেয়ে দু এক লাইন একাকীত্ব, সিগারেট, অ্যশ্ট্রে, হৃদয়, চোখের জল, লুকোনো ডায়িরী এইসব দিয়ে সাজানো অনলাইন কবির কবিতা”

এই ধারণাটা কিছুটা অর্ধবয়স্ক সমালোচকদের। ওরা যত ভালোই লিখুক না কেন, এনাদের পছন্দ হবে না!

“দুটো একটা পত্রিকার বিশেষ সংখ‍্যায় কবিতা বেরিয়েছে, আর ছেলে ভাব দেখাচ্ছে কবি। ওরকম আধো আধো লিখতে সবাই পারে।”

এরকম কথাও শোনা যায় অনলাইন কবি প্রসঙ্গের ক্ষেত্রে।

“এইতো হচ্ছে, সুন্দর, দারুণ হয়েছে,  খুব ভালো, সেরা”

এইরকম কিছু কমেন্টস, যদিও এরমধ্যে ভেজাল কমেন্টস ও রয়েছে, ওসব বাদ দিয়ে বাকিগুলো এখনকার কবিদের অল্প সাহস আর তুষ্টি জোগায়।

সর্বোপরি লেখাটা সবার অধিকার। নিজের ভাবনাগুলোকে শব্দের সেতুতে বাঁধতে সবাই ভালোবাসে। আর কবিতা যদি ওষুধ হয় মনখারাপের তবে হোক না ক্ষতি কি!

তবে সমালোচক থাকবে না, এটা কি কখনো হয়। প্রেম বাদে সমালোচনটা সব ক্ষেত্রে প্রয়োজনীয়।

“ভাবনা হোক উন্মুক্ত, শব্দ পাক স্বাধীনতার স্বাদ। মনের ভেতর জমে থাকা কথার মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ুক। ভর্তি হোক কয়েকশো ডায়েরির কোণ”

লেখা নিয়ে আমার এই মতামত নিতান্তই ব‍্যক্তিগত। কবি প্রসঙ্গ নাহয় বাদই দিলাম। সমস্ত ক্ষেত্রে কবিত্ব না টানলেই নয় কি!

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *