সারাদিনের মধ্যে মুখের হাসি যদি একটা মূহুর্তেও সবথেকে উচ্ছ্বল হয়ে বেরোয় তাহলে সেটাই সবথেকে মূল্যবান প্রাপ্তি। তাই আজ নিয়ে এসেছি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই হাসার উপকরণ।
1. এক মাতাল একজন বিজ্ঞানীর বাড়ির সামনে গিয়ে গালাগালি করতে লাগল,বিজ্ঞানীটি বাইরে বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করল, ” কী হল এরকম গালাগালি করছ কেন আমার বাড়ির সামনে?”
মাতাল: শালা, তোরা বলিস দুধ খেলে শক্তি বাড়ে। আজ আমি চার গ্লাস দুধ খেয়ে একটা লরিও টলাতে পারলাম না, আর চার বোতল মদ খেয়ে দেখ পৃথিবীটাকে টলিয়ে দিলাম চোখের সামনে।
———–
2. Mother: so how was your chemistry class today?
Me: It was exciting! We made explosives.
Mother: Wow! So what about the next class?
Me: what class!?
————
3. মাষ্টারমশাই: বলত পাঁচু চীনের প্রাচীরকে বিশ্বের অন্যতম আশ্চর্য বস্তু বলে কেন?
পাঁচু: কারণ স্যার, এটাই চীনাদের বানানো একমাত্র চায়না মাল যা এতদিন ধরে টিঁকে আছে।
———–
4. Sir: Can a kangaroo jump higher than a house?
Me: Obviously yes, a house doesn’t jump at all.
———-
5. ক্যাব ড্রাইভার: আমি খুব খুশি আমার পেশায়, কোনো বস্ নেই আমার আরোর অর্ডার নিতে হয় না আমাকে।
যাত্রী: তাড়াতাড়ি চলুন তো, এত আস্তে গেলে হবে না।
———-
6. Me: mere babu sona ko kya chahiye iss bar birthday mein?
My girlfriend: aww sona nothing would make me happier than a diamond necklace!
So I bought her nothing.
———-
7. একজন লোক: আচ্ছা মশাই বলছি আপনার সাইকেলটা দেবেন একটু? আসলে তিরিশ মিনিটের মধ্যে একজায়গায় পৌঁছাতে হবে আমাকে।
অপর লোক: হ্যাঁ অবশ্যই, ওই তো ওখানে রাখা আছে নিয়ে নিন। আমার কুকুর টমি অবশ্য আপনাকে দেখলে রাস্তাটা পনেরো মিনিটে পার করে দেবে আপনাকে।
———–
8. Today I saw two blind people fighting,
Me(shouting): I am supporting the one with knife.
They both ran away.
————-
9. i) ঘুম থেকে উঠলাম। ii) কলেজে গেলাম। iii) crush কে দেখলাম। iv) দৌঁড়ে সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। v) তারপর হাঁটু মুড়ে বসে আমাকে প্রোপোজ্ করল।
এবার iii), iv), v), i), ii)।
Crush এ পড়লে এটাই হয়।
———-
10. Let’s sing the single’s rhyme-
Twinkle Twinkle little star,
I will be single happily forever.
Up above the world so high,
No prince is there, so say good-bye.